ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পিকেটিং করার সময় মিজানুর রহমান ও জয়নুল নামে জামাতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৬নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাতে ওই দুই জামায়াতে কর্মীর আটকের বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম। এর আগে সকালে উপজেলা দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট নামক স্থানে মহাসড়ক অবরোধ ও পিকেটিং করার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান ও ইউনিয়ন জামায়াতের কর্মী জয়নুল। পুলিশ সূত্র জানায়, সকালে দেবীগঞ্জ লক্ষীরহাটে জামাতের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি মিছিল বের করে। পরে তারা সড়ক অবরোধ ও পিকেটিং করার চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয়রা ধাওয়া দেয়৷ এসময় তারা বিভিন্ন আত্মগোপনে থাকার চেষ্টা করলে পুলিশ খবর পেয়ে জামায়াতের এই দুই কর্মীকে আটক করে৷
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জামায়াতের দুই কর্মী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক অবরোধ ও পিকেটিং করার সময় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়৷ এবং তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু চলমান রয়েছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত