মিসর, কায়রো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মিসরে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৫ নভেম্বর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দূতাবাস কনফারেন্স রুমে ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় রাষ্ট্রদূত সামিনা নাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বক্তব্যে জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ ও নতুন জাতি গঠনে অতি অল্প সময়ে জাতিকে সংবিধান উপহার দেয়ার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যা স্বল্পতম সময়ে আমাদের জাতির পিতার নেতৃত্বে রচিত হয়েছিল। রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাচ্ছে। তিনি সকল প্রবাসীকে নিজ নিজ অবস্থান থেকে একটি আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে যার যার সাধ্যমত অবদান রাখার আহ্বান জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত