ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপি-জামাতের নেতৃত্বাধীন জোটের ২য় দফায় ডাকা ২দিনের অবরোধ জনগণ ১ম দিনেই (৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) প্রত্যাখ্যান করেছে। জনগণ তাদের ডাকে সাড়া না দিয়ে স্বাভাবিক জীবন যাত্রা অব্যাহত রেখেছে। বিচ্ছিন্নভাবে বিএনপি-জামাতের দুষ্কৃতিকারীরা দু একটা বাসে অগ্নি সংযোগের মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করার যে কৌশল নিয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণ ভালোভাবেই জানে মার্কিন সাম্রাজ্যবাদের এ দেশীয় দোসর বিএনপি-জামাতসহ স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর উন্নয়ন বিরোধী অপ-তৎপরতায় লিপ্ত রয়েছে এবং আসন্ন নির্বাচন বানচাল করার চক্রান্ত করছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের অশুভ তৎপরতা তত বৃদ্ধি পাবে। জনগণকে সাথে নিয়ে ১৪ দলীয় জোট সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সংবিধানকে অক্ষুণ্ণ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। তথাকথিত অবরোধের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলটি তোপখানা রোডস্থ পার্টি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে, মুক্তাঙ্গন, বঙ্গবন্ধু এভিনিউ হয়ে পার্টি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড দীপঙ্কর সাহা দীপু, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমরেড কিশোর রায়, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড তপন সাহা, কমরেড রনি, কমরেড সাদ্দাম হোসেন, কমরেড গফুর মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত