আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহচরকে ০৩ নভেম্বর কারাগারের ভিতর পাখির মত গুলি করে হত্যা করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির অনুসারী ঘাতকের দল। এই হত্যাকান্ডের পেছনে উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে দেয়া। ঘাতকদের ও তাদের উত্তরসূরীদের রক্তচক্ষু উপেক্ষা করে জাতির পিতার কন্যা শেখ হাসিনা দেশকে ঠিকই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার বাংলাদেশে জনগণ আর পিছনের দিকে যেতে চায় না। শুক্রবার (৩রা নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) পাবনা জেলার বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ডে বেড়া পৌর ও করমজা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত ০৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতাকে স্মরণে এক বিশাল জনসভায় এ প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, তথাকথিত গণতন্ত্রের নামে চলমান উন্নয়নশীল বাংলাদেশকে অস্থীতিশীল করার অশুভ পায়তারা নিয়ে স্বাধীনতা যদ্ধের পরাজিত শক্তি, জাতির পিতাকে এবং জাতীয় চার নেতাকে হত্যা করার মধ্য দিয়ে রাজনৈতিক দলটির মুক্তিযদ্ধের বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার অব্যাহত চেষ্টা আপনারা দেখেছেন। আমরা যখন মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার স্বপক্ষে অস্ত্র ধরেছিলাম তখন হানাদার বাহিনী, রাজাকার, আল বদর, আল শামস আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। তারা বাড়িঘর লুট করেছে ও নারীদের সম্ভ্রমহানি করেছে। তাদের উত্তরসূরীরাই আজ দেশে অস্থীতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে, বাসে আগুন দিচ্ছে পেট্রোল বোমা মারছে ও পুলিশকে হত্যা করছে। মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, মানুষ আর দেশে নারকীয় হত্যাকান্ড, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ চায় না। মানুষ চায় উন্নয়ন, অর্থনৈতিক স্থীতিশীলতা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা যা শেখ হাসিনা জনগণকে প্রদান করে যাচ্ছেন। অনুষ্ঠানে বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান মানু এর সভাপতিত্বে বেড়া ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত