ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২রা নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা উপজেলার ভজনপুর ইউনিয়নের আজম আলী ও পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের ফজলে রাব্বী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচীর তৃতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় অবরোধ কর্মসূচী সমর্থনে শিবির কর্মীদের মাঠে নামার গোপন সংবাদে তাদের ভজনপুর থেকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটকের পর তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত