পোরশা, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগুন সন্ত্রাস করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের সমর্থন পাবে না বলেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আগুন সন্ত্রাসীদের কাছে দেশের মানুষ নিরাপদ নয় উল্লেখ করে সন্ত্রাসীদের প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার উপকারভোগী নয় এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। কৃষক প্রণোদনা পাচ্ছে, তারা শান্তিতে আছে। কৃষকের ধানের নায্যমূল্য নিশ্চিত করা হয়েছে। বিএনপি দেশের উন্নয়ন করতে পারে নাই। শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় তারা। শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক আবার চালু করেছেন। কমিউনিটি ক্লিনিকে এখন ২৮ ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়া হয়।গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনার রশীদের সভাপতিত্বে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত