ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। ৩০ অক্টোবর আলু আমদানির সিদ্ধান্ত নেয়ার পর মঙ্গলবার(৩১অক্টোবর) এবং বুধবার (১লা নভেম্বর) ২ দিনে এখন পর্যন্ত ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দেয়া হয়েছে।
১৭ কোটি টাকার প্রণোদনা
বোরো মৌসুমে সমলয় পদ্ধতিতে চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেয়া হবে। এর মাধ্যমে সারা দেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে। প্রত্যেকটি ব্লকের আয়তন হবে ৫০ একর আর খরচ হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা। প্রণোদনার আওতায় কৃষকেরা বিনামূল্যে হাইব্রিড বীজ, প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতা পাবেন। এ সংক্রান্ত আজ এক সরকারি আদেশ জারি হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত