ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিফ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এ নিয়ে গত ১৫ দিনে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জুলাই বেলা পৌনে ১২ টার দিকে মমেক হাসপাতালে ভর্তি হন আরিফ। ৪ দিনের মাথায় রবিবার (১৬ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ৭২ রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫৭ পুরুষ, ১১ নারী ও ৪ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ভর্তি হয়েছেন এবং ১৪ জন ছাড়পত্র নিয়েছেন। উল্লেখ্য, এর আগে গত ২ জুলাই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিলকিস আক্তার, ৮ জুলাই ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আব্দুর রাজ্জাক ও ১০ জুলাই আসমা বেগম নামে তিন রোগীর মৃত্যু হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত