ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সৌদি আরবে অগ্নি দুর্ঘটনায় ৯ জন বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী সোমবার এক শোকবার্তায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী বলেন, ১৪ জুলাই সৌদি আরবের হুফুফ শহরের আলআহসা ইন্ডাস্ট্রিয়াল সিটি (সানাইয়া জাদিদ) এলাকায় একটি সোফা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত এবং ২ জন কর্মী জীবিত উদ্ধার হয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) দ্রুত ঘটনাস্থলে যান। মন্ত্রী আরও বলেন, সৌদি আরবের রিয়াদস্থ দূতাবাস এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা দুর্ঘটনার সংবাদ শোনার পর থেকেই তাদের পাশে থেকে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা করছেন। তিনি বলেন, নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হবে। দূতাবাস সূত্রে জানা যায়, কারখানাটিতে ১৪ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নি দুর্ঘটনার সূত্রপাত হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত