আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার উদ্যোগে সারাদেশের মতো পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী এডিস মশা নিধনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবুর নেতৃত্বে এডিস মশা নিধনে ফগার মেশিনের দ্বারা স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় মেয়র বলেন বর্ষা মৌসুমে পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সারা দেশের নেয় নজিপুর পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা চত্বরসহ পৌরসভার সকল ড্রেন, বাড়ির আশপাশে ও ময়লার স্তুপ ও মশার বংশ বিস্তার ঘটে এমন জায়গা গুলোতে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে। তিনি পৌর বাসীকে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় প্রত্যেককে সচেতন এবং বাসা বাড়ি ও এর আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। ডেঙ্গু নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পত্নীতলায় এখন পর্যন্ত কোন ডেঙ্গু রোগী সনাক্ত না হলেও এবিষয়ে সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন ডেঙ্গু রোগটির প্রধান লক্ষণ জ্বর। জ্বর ছেড়ে যাওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যায়। এসব লক্ষণ দেখা মাত্র রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত