ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে জমি বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর দেশীয় অস্ত্রের আঘাতে শাফিয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত শাফিয়া খাতুন নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কোনাভাঙ্গারি গ্রামের মৃত ছোবানের স্ত্রী। বুধবার (১২ জুলাই) সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের কোনাভাঙ্গারি গ্রামে দেশীয় অস্ত্র দিয়ে ওই নারীকে মারাত্মকভাবে আহত করার ঘটনা ঘটলে পরে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে সুমন মিয়া জানান, গত ২৫ দিন আগে প্রতিবেশী কাসেমের কাছে ৩ শতাংশ জমি বিক্রি করি। কিছু টাকা বাকী থাকার পরও দলিল করে দেই। আমার মা শাফিয়া খাতুন জমি বিক্রির বাকী পাওনা টাকার জন্য কাসেমের বাড়িতে গিয়ে তাগাদা দেন। এসময় কাসেম টাকা বাকি থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি (কাসেম)বলেন, ‘জমি কিনেছি দলিল হয়েছে এখন আবার কিসের টাকা।’ এ নিয়ে শাফিয়ার সঙ্গে কাসেমের তর্ক-বিতর্ক হয়। এতে কাসেম ও তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে শাফিয়ার বাড়িতে প্রবেশ করে শাফিয়া খাতুনকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় মারাত্মকভাবে আহত শাফিয়া খাতুনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাফিয়া মারা যান। নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত