আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে র্যাব ও বিজিবি সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনীপাড়া তালতলা বাজারে অভিযান চালিয়ে ১২০০ বোতল ফেনসিডিল ও ট্রাক জব্দ করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাব এবং ৫৯ বিজিবি যৌথভাবে বালিয়াদিঘী কলোনীপাড়া তালতলা বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি ভারতীয় পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ২’শ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দ করা হয়েছে ওই ভারতীয় ট্রাকটি। তবে অভিযানে ট্রাকটি শনাক্ত করা গেলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত