ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তির এক ঘণ্টার পর আসমা বেগম (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে গত ১০ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেলেন। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা। তিনি জানান, রাজধানী ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসমা বেগম সোমবার (১০ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে মমেক হাসপাতালে ভর্তি হন। এক ঘণ্টা পর বিকাল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এর আগে, গত ২ জুলাই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিলকিস আক্তার (৩০) ও ৮ জুলাই ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আব্দুর রাজ্জাক (৫০) নামে আরও এই দুই রোগীর মৃত্যু হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত