নোয়াখালী প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে সামাজিক বনায়ন, বাগান উত্তোলন কৌশল, উপকূলীয় বনায়নের গুরুত্ব ও প্রাকৃতিক দুর্যোগ রোধে জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষে উপকারভোগী সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা হল রুমে উপজেলা বনবিভাগ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। উপজেলা নিবার্হী অফিসার সামছুন নাহারের সভাপতিত্বে ও বন কর্মকর্তা শামছু উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম নাজু। বিশেষ অতিথি ছিলেন পিআরডির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, কৃষি কর্মকর্তা ফাতেমা জান্নাত জয়া, সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মালিক লাল সরকার, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। উপজেলার পাঁচ কিলোমিটারে সড়কের ২৫ জন উপভোগী এতে অংশ গ্রহণ করে। এ সময় কর্মশালায় অংশ গ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত