ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বিএম কন্টেইনার বিস্ফোরনে হতাহতদের দেখতে গিয়ে চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীসহ তার সহকর্মীরা হামলার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা। বিবৃতি তারা বলেন, সিতাকুন্ডে ব্যক্তিমালিকানাধীন টার্মিনাল বিস্ফোরণে দমকল সদস্যসহ ৪৯ জন মানুষের প্রাণহানী ও চারশতাধিক মানুষ আহত হয়েছেন। দেশবাসী এই মর্মান্তিক ঘটনায় শোকাবিভুত। হতাহত এই মানুষগুলোর পাশে দাড়ানো ও তাদের সমবেদনা দেখানো নাগরিক হিসেবে সকলের মানবিক কর্তব্য। এই ধরণের কর্মসূচিতে হামলা করা কোন বিবেকবান পক্ষের কর্ম হতে পারে না। এটি গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্থ করে। বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। তাঁরা জুনায়েদ সাকীসহ গণসংহতি আন্দোলনের আহত নেতা ও কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত