নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এবং পত্নীতলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রবিবার উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর গঠনের নিমিত্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সভা কক্ষে সাত লাখ আশি হাজার টাকা প্রদান এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন নওগাঁ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আল আমিন প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুলসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সূধীজন প্রমুখ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত