আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের ছয়রশিয়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৩জন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে নৌকার যাত্রী আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের এনামুল হকের (৬৩) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ আছেন, একই গ্রামের নেজাম উদ্দিন(৫৭), আব্দুর রহমান (৬২) ও চরদেবীনগর গ্রামের পাখি (১৪)। ডুবে যাওয়ার নৌকায় ৬-৭ জন যাত্রী ছিলেন বলে ধারনা স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী জানান, একটি ছোট ডিঙ্গি নৌকাতে করে ৬-৭ জন দেবীনগরের দিকে যাচ্ছিলেন। প্রবল স্রোতে ছোট নৌকাটি ডুবে যায়, দুইজন সাতার কেটে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ হয়। পরে স্থানীয়রা এনামুল হক নামে একজনের মরদেহ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, রাজশাহী থেকে তাদের ডুবুরি দল এসো উদ্ধার কার্যক্রম শুরু করবে। নিহত এনামুল হকের পরিবার ও নিখোঁজ থাকা তিনজনের পরিবারের কাছে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত