প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২৩ , ১০:০৫ অপরাহ্ণ | আপডেট: জুন ২৮, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ
ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চার-দেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট-ধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। সোমবার (২৬ জুন) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি- রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন। তিনি বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) থেকে রোববার (২ জুলাই ) ও সাপ্তাহিক ছুটিসহ মোট ৬ দিন আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (৩ জুলাই) পূর্বের ন্যায় যথারীতি সময়ে কার্যক্রম পরিচালিত হবে।
Post Views: 226