আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় রাজিব কুমার মজুমদার (৩৫) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় অন্য আরেক ধারায় আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন। শ্রী রাজিব কুমার মজুমদার নামে দণ্ডিত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার কামারপাড়ার মৃত ননী গোপালের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর বিকালে জেলার শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ী এলাকায় একটি আম বাগানে অভিযান চালিয়ে রাজিব কুমার মজুমদারকে গ্রেফতার করে র্যাব-৫ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়। ঘটনার দিনই র্যাবের এসআই সেলিনা ইয়াসমিন মিতা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই ইকবাল হোসেন রাজিব কুমার মজুমদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ-পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত