আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের অধীনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার শতাধিক আনসার ভিডিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ উপমহাপরিচালক কামরুন নাহার। চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পবা নওহাটা ১৯ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক আব্দুল মজিদ, রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক এমরানুল হক, শিবগঞ্জ আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার ঘোষ, উপজেলা প্রশিক্ষক শহিদুল ইসলামসহ ভাতা ভোগী সদস্যরা, এছাড়া বাহিনীর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত