হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ নয় দালালকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী ও লায়লা ইয়াসমিন। এ সময় সেখানে জেলা ডিবি পুলিশের একটি অভিযানিক দল উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত আটক দালালদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন। এসব দালালরা ঝিনাইদহ হাসপাতালে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে অবস্থান করে। তারা সদর হাসপাতালের রোগীদের চিকিৎসার বিষয়ে বিভ্রান্তি করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যাওয়া, ক্লিনিকে ও বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা ও নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত থাকে। আটক দালালরা হলেন-জেলা সদরের শিকারপুর গ্রামের রিয়াকত হোসেনের ছেলে সেলিম হোসেন, হামদহ মাঝি-পাড়ার নিরসল কুমারের ছেলে অপু মণ্ডল, কলাবাগান এলাকার মৃত মনোরঞ্জন ঘোষের ছেলে বিদ্যুৎ কুমার ঘোষ, পাসপাকিয়া গ্রামের হাসেম আলীর ছেলে, রাজু আহমেদ, ঘোপপাড়ার তাছলিমা বেগম, মহারাজপুরের মারিয়া খাতুন, কুলচারার স্মৃতি বেগম, শেখপাড়ার আফরিন সুলতানা ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস বেগম। ঝিনাইদহ সদর হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য ও ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস বলেন , সদর হাসপাতালে রোগী ও তাদের স্বজনরা প্রতিনিয়ত দালালের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ নিয়ে অভিযোগেরও কমতি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় অভিযান চালিয়েও দালালদের আটক করলেও থেমে থাকে না তাদের গ্রুপ ভিত্তিক দালালি।আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে নয় দালালকে আটক করে ডিবি পুলিশ ও জেলা প্রশাসনরে এক অভিযানে । পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইমের ইনচার্জ এসআই মো. শরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল হাসপাতালে কিছু দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠছে রোগীরা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা মেলায় ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে। এ ছাড়া তারা পরবর্তীতে এ কাজ করার অঙ্গীকার করে। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে দালালচক্র সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে বাইরের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদে বুধবার সকালে ডিবি পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ৫ জন নারী ও ৪ জন পুরুষ দালালকে আটক করে। পরে আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করে। ঝিনাইদহ সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ ও তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ রেজাউল ইসলাম বলেন, হাসপাতাল থেকে দালাল বিতাড়িত করতে আমাদের হাসপাতালের পক্ষ থেকে নিরলস কাজ করে যাচ্ছে। হাসপাতালকে দালালমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত