ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকা থেকে চারটি ড্রিল ড্রেজার মেশিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (পঞ্চগড়-১৮ বিজিবি) সদস্যরা। অবৈধ ভাবে পাথর উত্তোলন করার দায়ে মঙ্গলবার (২০ জুন) বিকেলে তেঁতুলিয়া সদর ইউনিয়নের বড় বিল্লাহ সীমান্ত এলাকা থেকে মেশিনগুলো জব্দ করে পঞ্চগড়-১৮ বিজিবি। পরে রাতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা, বিজিবি ও পুলিশ জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছিল একটি মহল। এতে করে পরিবেশের ক্ষতিসহ পাশে থাকা ফসলি ও চায়ের বাগানসহ গাছপালা ভেঙ্গে পড়ছিল। এর মাঝে স্থানীয়দের সহায়তায় বিজিবি খবর পেয়ে মাটি ও বালু চাপা দেয়া অবস্থায় মেশিনগুলো উদ্ধার করে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, বিজিবি মেশিনগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হওয়ায় থানায় জিডি মুলে মামলা দায়ের করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত