হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), ঝিনাইদহ জেলা শাখা। মঙ্গলবার সকাল ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। এতে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মো আবদুল মোমিন সহ-সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ঝিনাইদহ জেলা শাখা, মোঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা শাখা, মোঃ ইয়াকুব আলী, সভাপতি কোটচাঁদপুর উপজেলা শাখা, মোঃ ওয়ায়ীজউদ্দীন। সভাপতি মহেশপুর উপজেলা শাখা, মোঃ নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক হরিনাকুন্ডু উপজেলা শাখা, মোঃ ইব্রাহিম খলিল আহবায়ক শৈলকূপা উপজেলা শাখা। মোছা শাহনাজ পারভীন রিপা পৌর মডেল স্কুল এন্ড কলেজ ঝিনাইদহসহ জেলা ও উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা সভাপতি মহিউদ্দিন বলেন, এমপিওভুক্ত শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ ভাগ উৎসব ভাতা ও ৫’শ টাকা চিকিৎসা ভাতা পাই। কিন্তু একই নিয়মে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অতিরিক্ত সুযোগ সুবিধা পায়। সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বেতন ভাতার রয়েছে পাহাড়সম বৈষম্য। এমনকি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে বেতনের টাকা থেকে ৪ ভাগ কেটে নেওয়া হচ্ছে। এমনকি অবসর ভাতা পেতেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এসব বিষয় সমাধান ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন সরকারের নিকট। ৬উপজেলা হতে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাসের আগেই দাবিগুলো মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত