আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পিস্তল গুলি ও ইয়াবা জব্দ করেছে বিজিবি। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার (১৬ জুন) তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র, গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদক পাচার হওয়ার খবরে ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮০ থেকে আনুমানিক ০১ কি: মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে অভিযান চালায়। পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে ২ জন চোরাকারবারি বস্তা নিয়ে ভারত দিক হতে বাংলাদেশে আসার সময় বিজিবি টহল দল কর্তৃক চোরাকারবারিদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা একটি ভারতীয় বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিক-বিহীন ১টি ৭.৬২ মি. মি. বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত