নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তন কক্ষে মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ এর সভাপতিত্বে ও বাধন হিজড়া সংঘের সদর সাব ডিআইসি ইনচার্জ মোঃ আল আমিন ভূঁইয়া’র সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ আনোয়ারুল কাদির। রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুরাদে আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাধন হিজড়া সংঘের প্যানেল আইনজীবী জাহেদুল হক কচি, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কনসোর্টিয়াম ও বাধন হিজড়া সংঘের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, দুর্নীতি মুক্ত-করণ বাংলাদেশ ফোরাম এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার, এনজিও প্রতিনিধি, আইনজীবী, ইমাম, সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিনিধিসহ গণ্যমান্য লোকজন। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বন্ধু এবং বাধন হিজড়া সংঘকে ধন্যবাদ জানান
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত