নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী টিভি, মেলেরিয়া, এইচ.আই.ভি, এবং কোভিড- ১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুদিন ব্যাপী আলোচনা সভা রবিবার শেষ হয়েছে। অনুষ্ঠানে ডেমিয়েন ফাউন্ডেশনের টিএনসিএ সুজাতা রাণী সরকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব রাইহান শরিফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাসুদ রানা সিয়াম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোতালেব হোসেন লাইফ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস কর্মী, এলাকার পল্লী চিকিৎসকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সূধীজন প্রমুখ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত