ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এর তত্ত্বাবধানে আয়োজিত “Grey Zone Activities and Challenges for Bangladesh” শীর্ষক সেমিনার সোমবার (০৫ জুন ২০২৩) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ্ ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান; কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেনসহ সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে সরকারী বিভিন্ন সংস্থার পাশাপাশি বিজিএমইএ, এফবিসিসিআই এবং সংবাদ মাধ্যমে নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। সেমিনারটি রবিবার ০৪ জুন ২০২৩ তারিখে উদ্বোধন করা হয়। শান্তিকালীন সময়ে জাতির জন্য বিভিন্ন ধরনের হুমকি সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মের সচেতনতা ও জ্ঞান বৃদ্ধি করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য। এছাড়াও, শান্তিকালীন সময়ে অর্থনৈতিক ও কূটনৈতিক হীন স্বার্থান্বেষী কার্যক্রম, সাইবার হুমকি, গুজব এবং তথ্য বিভ্রান্তি সম্পর্কে সজাগ দৃষ্টি অব্যাহত রাখার প্রয়াসে এ সেমিনার বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উক্ত সেমিনারের সার্থকতা এবং উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন, এসবিপি, বিএসপি, এসইউপি (বার), এএফডব্লিউসি, পিএসসি, জি+, পিএইচডি, কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত