ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চৌমুহনীতে সন্তানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মা সেলিনা আক্তার। রবিবার সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি জানান, স্বামীর মৃত্যুর পর সন্তান ফখরুল ইসলাম জাল-জালিয়াতি করে পারিবারিক সম্পত্তি আত্মসাৎ, মারধর ও প্রাণে হত্যার হুমকি দিয়ে আসছে। তিনি পারিবারিক সম্পত্তি উদ্ধার এবং অভিযুক্ত সন্তানের বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় সেলিনা আক্তারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত