মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ধীন হাওর অঞ্চল টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এর আওতায় ইম্প্রুভ টয়লেট ও পানির উৎস ব্যবহারকারী দলের প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০মে) সকালে জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের আয়োজনে এবং সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবি এসএস) সহযোগিতায় এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। মৌলভীবাজার উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারি প্রকৌশলী স্বপন চাকমা এর সভাপতিত্তে ও সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবি এসএস) জেলা সমন্বয়কারী পরিতোষ দেব এর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: খালেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইমপ্রুভ টয়লেট ও পানির উৎস ব্যবহারকারী দলের প্রতিনিধি সিতার আলী, আরিফুল ইসলাম, শাহাদত হোসেন পূলক, সুমন দোসাত প্রমুখ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবাধীন হাওর অঞ্চল টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এর ক্যাম্পেইন আওতায় জেলা ৭টি উপজেলায় বিভিন্ন গুলোতে লিফলেট বিতরণ, পোস্টারিং, জনসচেতনতামূলক মাইকিং, উঠান বৈঠক, কর্মশালা চা দোকানে বৈঠক, সচেতনতামূলক পরিচালনা করছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত