ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ফোর সিস্টার নামে একটি যাত্রীবাহী বাস চা বাগানে পড়ে উল্টে গিয়ে চালকসহ বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছে। এসময় ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ মে) দুপুরে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গুচ্ছ গ্রাম সংলগ্ন তেঁতুলিয়া পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরের পর তেঁতুলিয়ায় হঠাৎ দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টি নামতে শুরু করে। এর মাঝে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি চা বাগানে পড়ে উল্টে যায়। এতে স্থানীয়রা ছুটে গিয়ে জরুরী ফোন সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের পাশাপাশি আহতের উদ্ধারে সহায়তা করেন। তবে অনেকেই আশপাশের বাজারগুলোতে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও গুরুত্বর আহত অন্তত ১২জনকে চিকিৎসার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলম দুর্ঘটনায় আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত