ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন সেবা প্রদান করা হয়েছে। রবিবার (২১ মে) বেলা ১২টার সময় দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহায়তায় পঞ্চগড় জেলা পুলিশ লাইনে এই চক্ষু সেবার আয়োজন করে পঞ্চগড় জেলা পুলিশ। এ সময় পঞ্চগড় জেলার ৫ টি থানার মাধ্যমে আক্রান্ত রোগীদের শনাক্ত করে চোখে ছানিসহ চোখের বিভিন্ন সমস্যার প্রায় ৩০০ জন নারী- পুরুষকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মাঝে দিনভর চিকিৎসা সেবা প্রদান করে গুরুত্বর চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের শনাক্ত করে সোমবার (২২ মে) রংপুরে অপারেশনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার দাস, দীপ আই কেয়া ফাউন্ডেশনের পরিচালক ফিরোজ আলম সাইফুল্লাহ, ফাউন্ডেশনের চক্ষু ডাক্তার সাজ্জাদুর বারী, ডাক্তার মুসফিকুল আলম, পঞ্চগড় পুলিশ হাসপাতালের ডাক্তার আসাদুজ্জামান আসাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত