ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে নুড়ি পাথর সংগ্রহ করতে গিয়ে বিএসএফের গুলিতে পলাশ (৩৫) নামে এক বাংলাদেশি পাথর শ্রমিক আহত হয়েছে। আহত পলাশ বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে। রবিবার (২১ মে) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সীমান্ত এলাকায় সাও নদীতে এ গুলিবিদ্ধের ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ২টার সময় ভুতিপুকুর গ্রামের সীমান্তের সাও নদীতে বেশ কয়েকজন সহযোগীর সাথে নুড়ি পাথর সংগ্রহ করছিলেন পলাশ। একসময় ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের টহল টিম নদীর পাড়ে থাকা চা বাগান থেকে শ্রমিকদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এতে একটি গুলি পলাশের পেটের বা পাশে লাগলে বালু পানিতে পড়ে যায় সে। অন্য শ্রমিকরা পালিয়ে গেলেও কয়েকজন শ্রমিক ঘুরে এসে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের সহায়তায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করায়। চিকিৎসক তার অবস্থা বেগ দেখে দ্রুত রংপুর মেডিকেলে প্রেরণ করেন। তবে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাকিবুল হাসান বলেন, পলাশের পেটের বাম পাশে গুলির আঘাত ও ক্ষত পাওয়া গেছে। দুপুর ৩টার সময় তাকে জরুরী বিভাগে চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। পঞ্চগড়-১৮ বিজিবির লে. কর্নেল যুবায়েদ হাসান মুঠোফোনে বলেন, খবর পেয়ে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত