আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পতিত পড়ে থাকা জমিতে লেবু জাতীয় বাগান তৈরিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩০ জন কৃষককে চারাসহ বাগান তৈরির সব উপকরণ প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কানিজ তাসনোভা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাইয়্যেদা দিল ছালিনসহ অন্যান্যরা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কানিজ তাসনোভা জানান, চাঁপাইনবাবগঞ্জে এমনিতে লেবু জাতীয় বাগানে ফল ভালো পাওয়া যাচ্ছে। কৃষকের প্রতীত থাকা জমিতে লেবু জাতীয় বাগান গড়ে তোলার জন্য কৃষি বিভাগ থেকে সবধরনের সহায়তা দিচ্ছে, এতে একদিনে যেমন জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে, অন্যদিকে কৃষক এ বাগান গুলো থেকে ফল বিক্রি করে আর্থিক ভাবেও অনেকটা লাভবান হচ্ছেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত