মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চা শ্রমিক ঐক্য গড়ি, প্রাণের দাবী আদায় করি, ঐতিহাসিক “মুল্লুক চলো আন্দোলন” (১৯২১- ২০২৩) চা শ্রমিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় শনিবার (২০ মে) সকালে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানবাসী ও মনু-দলই ভ্যালী এর আয়োজনে দিবস পালন করা হয়। মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক এর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা নরোত্তম বর্ধন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণ-পদকপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ আউলেশিয়াস কন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, মনু-দলই ভ্যালী কার্যকরী পরিষদের সভাপতি ও ইউপি সদস্য ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতি, শিক্ষক বিকাশ পাল।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত