জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন’ এই শ্লোগানে দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৩ মৌসুমের পৌরসভা ও উপজেলার ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৩০৮ জন কৃষককে নির্বাচন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র আককাস আলী, কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাজেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলায় সরকারিভাবে ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩১৮ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ১৪% আর্দ্রতায় ১২০০ টাকা মণ দরে ক্রয় করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত