মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কমলগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ১জনকে আটক করেছে পুলিশ। আটক ধর্ষণকারী ব্যক্তি মোঃ হানিফ (৫৮) কে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে কমলগঞ্জ থানা পুলিশ। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতিতা শিশুর পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাত্রখোলা চা বাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে। হাজারীবাগ প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়ুয়া (৯) বছরের ওই শিশুটি প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে ওই শিশুকে একটি লেবু বাগানের একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। বাড়িতে গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পরে। শিশুটি পরিবারে গিয়ে এ ঘটনা বললে তার আত্মীয়-স্বজনরা তাকে কমলগঞ্জ থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন। কমলগঞ্জ থানা পুলিশ বুধবার রাতেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। সে স্টেশনে গিয়ে চট্রগ্রামের টিকেট কেটে পালিয়ে যেতে চেয়েছিল। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার ১৮ মে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত