মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ আরিফ মিয়া (২৫)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ধর্মনগর এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা এলাকার উত্তর ধর্মনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১৯৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত