মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১কেজি ২০০ গ্রাম গাঁজাসহ বকুল আহমেদ বৈতু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর গ্রামের মৃত টনু মিয়ার ছেলে। শুক্রবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় কমলগঞ্জ থানা এলাকার ভান্ডারীগাও এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, ইসলামপুর ইউনিয়নের কুরমাঘাট এলাকা থেকে এক ব্যক্তি গাঁজা বিক্রি উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আদমপুর এলাকার দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় অফিসার এবং স্থানীয় লোকজনসহ ভান্ডারীগাও এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। চেকপোস্ট পরিচালনা করা কালে এই তীব্র গরমে জ্যাকেট পরিহিত এক মোটরসাইকেল চালককে দেখে সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে থামার জন্য সিগনাল দেয়। সিগনাল না মেনে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা-কালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তল্লাশি করলে তার জ্যাকেট খুলে পেটে বাধা অবস্থায় পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তার সাথে থাকা একটি টিভিএস মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত কোন কাগজপত্র না থাকায় গাড়িটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জব্দকৃত গাঁজা ভারত সীমান্ত থেকে বিক্রির উদ্দেশ্যে এনেছে বলে স্বীকার করে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত