ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের সীমান্ত এলাকার সুপারি বাগান থেকে প্রায় ৩৩ লক্ষ ৪০ হাজার ৭৫০ টাকা দামের দুটি কষ্টি পাথরের মূর্তি ও তিনটি কষ্টি পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (নীলফামারী বিজিবি-৫৬)। শনিবার (০৮ এপ্রিল) দিনগত গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্ত এলাকা বলরামপুর গ্রামে একটি সুপারি বাগান থেকে মূর্তিসহ পাথর গুলো জব্দ করা হয়। রবিবার (০৯ এপ্রিল) রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার বড়শশী বিওপি কমান্ডার নায়েক সুবেদার রহমতুল কবিরসহ বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে সীমান্তের মেইন পিলার ৭৭৪ এর দুই নং সাব পিলারের বাংলাদেশের অভ্যন্তরে বলরামপুর গ্রামের ওই সুপারি বাগান ১২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি, ৯ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বুদ্ধ মূর্তি এবং গ্রায় ২৩ কেজি ওজনের তিনটি কষ্টি পাথর জব্দ করে। কষ্টি পাথরের মূর্তি ও তিনটি কষ্টি পাথর জব্দ করা হলেও পাচারকারী কাউকে গ্রেফতার করা যায়নি। বিজিবি আরও জানায়, জব্দকৃত মূর্তিসহ কষ্টি পাথরের আনুমানিক দাম ৩৩ লাখ টাকা । জব্দকরা মূর্তি ও পাথরগুলো প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত