আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র আইনে দায়েরকৃত মামলায় আব্দুর রহিম(৩৩) নামে একজনকে যাবজ্জীবন ও ১০ বছর কারাদণ্ডের রায় দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। রায়ে
এক দণ্ডের পর অন্য দণ্ড ভোগ করতে হবে বলে নির্দেশ দেয়া হয়। সোমবার(৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিচারক মোহা: আদীব আলী আসামীর অনুপস্থিতিতে রায় দেন। আসামী রহিম শিবগঞ্জের সোনামসজিদ এলাকার গাজলুর রহমানের ছেলে। রাষ্ট্র-পক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২০ সালের ২৯ এপ্রিল কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে র্যাবের হাতে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয় রহিম। এ ঘটনায় ওইদিন র্যাবের উপ-পরিদর্শক ইউসুফ আলী শিবগঞ্জ থানায় রহিমকে আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ২০২০ সালের ২৭ মে রহিমকে অভিযুক্ত করে অভিযোগ-পত্র দাখিল করেন। সোমবার ট্রাইব্যুনাল রহিমকে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনের ১৯(অ) ধারায় যাবজ্জীবন ও ১৯(ভ) ধারায় ১০ বছর কারাদণ্ডের রায় দেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত