ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয়। তাই এ আইন কোনো মতেই বাতিল করা উচিত হবে না। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। এর আগে ঢাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনার শেষে মন্ত্রী বলেন, প্রয়োজন হলে ডিজিটাল নিরাপত্তা আইনের বিধি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। তাতেও না হলে এ আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করা হবে। মন্ত্রী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু অপব্যবহার হয়েছিল, এ বিষয়ে কী পরিবর্তন আনা যায় সেটি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা এখনো চলমান আছে। সেখান থেকে একটা টেকনিক্যাল নোট এসেছে, আমরা সেটি পরীক্ষা করছি। মন্ত্রী বলেন, সাংবাদিকদের যাতে অহেতুক হয়রানি করা না হয় সে বিষয়ে একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে। বিগত ১৪ মার্চ সুধীজনদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়েছে। সুধীজনরা ডেটা প্রটেকশন আইন এবং এনজিও ভলেন্টারি আইনের কথাও বলেছেন। বৈঠকে এসব নিয়েও আলোচনা হবে। আনিসুল হক বলেন, দেশের কোনো গণমাধ্যম বা সাংবাদিকের বিরুদ্ধে সরকার মামলা করেনি; মামলা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে। তিনি বলেন, ডিজিটাল অপরাধ দমনে বিশ্বের প্রায় সব দেশেই আইন আছে। কিন্তু সেখানে হয়তো সরাসরি ডিজিটাল নিরাপত্তা আইন নামে বলা নেই।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত