বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের ত্রি-বার্ষিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলার বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট শেখর কুমার রায় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অন্যতম সদস্য দেবাশীষ দত্ত সমীর। শনিবার (১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির চত্বরে আয়োজিত সাধারণ সভায় কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তাঁরা। এর আগে কমিটির দীর্ঘ ১২ বছরের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির কমিটির সভাপতি শেখর কুমার রায় এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, অশোক কুমার দাস, কেন্দ্রীয় শ্মশান কালি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ, পৌরসভার প্যানেল মেয়র-২ সুদাম সরকার, ওয়ার্ড কাউন্সিলর দোলন মজুমদার, দ্রৌপদী দেবী আগরওয়ালা প্রমুখ। নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির পরিচালনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত