মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজনগরে অলিলা গ্রুপ ও কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত শাখার যৌথ উদ্যোগে মাহে রমজান উপলক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকাল ১১টায় তারাপাশা স্কুল এন্ড কলেজের হলরুমে ৭নং কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম ও ছুরুক আহমদ যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো:টিপু খান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান, সমাজসেবক মোসাহিদ উদ্দিন, সমাজসেবক আব্দুল মনাফ, ব্যবসায়ী মুজিবুর রহমান মুকিছ, সাংবাদিক আলীম আল মুনিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মখলিছুর রহমান, মামুনুর রশীদ, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, যুব-নেতা জমির আলী, খুরশেদ মিয়া, আব্দুল মন্নান প্রমুখ। প্রায় ৪৫০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত