মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ব্যুরো প্রধান, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে মাত্র ২০ হাজার টাকা না পেয়ে চালক মোজাম্মেল হোসেনকে হত্যা করে সিএনজি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৪ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিবি’র ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন-জলার ঈশ্বরগঞ্জ উপজেলার আবু রায়হান, মোজাম্মেল হক ও জিয়াউর রহমান। শুক্রবার (৪ জুন) তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবি’র ওসি সফিকুল ইসলাম জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ জেলার নান্দাইল চৌরাস্তা হতে যাত্রী বেশে কয়েকজন সিএনজি চালক মোজাম্মেলের অটোরিকশা ভাড়া করে ময়মনসিংহে শহরে আসে। শহরে সময়ক্ষেপণ করে গভীর রাতে তারা ঈশ্বরগঞ্জ উপজেলার দিকে রওয়ানা দেয়। পরে মোজাম্মেলের বাবা ফরিদ মিয়ার কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। কিন্তু ২০ হাজার যোগাড় করতে পারেননি ফরিদ মিয়া। টাকা না পেয়ে ছিনতাইকারীরা ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি এলাকার একটি নির্জনস্থানে গলায় মাফলার প্যাঁচিয়ে শ্বাসরোধ করে মোজাম্মেল হোসেনকে হত্যা করে লাশ ফেলে রাখে।
ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ তদন্ত করে আসামিদের পরিচয় শনাক্ত এবং গ্রেফতার করেন। ডিবি ওসি আরো জানান, পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে ছিনতাইকারীরা চালককে মেরে ফেলে। শনিবার (৪ জুন) দুপুরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ডিবি’র ওই কর্মকর্তা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত