ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার ঢাকায় মহাখালিস্থ স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়াসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। ২০২২-২০২৩ সালের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণায় মন্ত্রী জানান, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারী শিক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ২১৭জন। এদের মধ্য থেকে মোট পরীক্ষা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন। পরীক্ষায় পাশ নম্বর পেয়েছেন ৪৯ হাজার ১৯৪ জন (৩৫ দশমিক ৩৪ ভাগ)। এদের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন (৪২ দশমিক ৩১ ভাগ) এবং মেয়ে ২৮ হাজার ৩৮১ জন (৫৭ দশমিক ৬৯ ভাগ)। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১ হাজার ৯৫৭ জন (৪৫ দশমিক ০০ ভাগ) এবং মেয়ে ২ হাজার ৩৯৩ জন (৫৫ দশমিক ০০ ভাগ)। এবারের পরীক্ষায় সর্বোচ্চ মেধায় প্রাপ্ত নম্বর পেয়েছেন রাফসানা জামান যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন। তার রোল নং ১৫১০১০৪। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। ছেলেদের মধ্যেও পরীক্ষায় এবারের সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ২৫। অন্যদিকে, মেয়েদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হয়েছে ৮৮ দশমিক ০০ নম্বর। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি মেডিকেল সুযোগপ্রাপ্ত সর্বোচ্চ নম্বর হচ্ছে ২৭৮ দশমিক ৭৫ এবং সর্বনিম্ন নম্বর ২৬৬ দশমিক ২৫। উপজাতীয় কোটায় সরকারি মেডিকেলে সুযোগপ্রাপ্ত নম্বর: ২৬৭ দশমিক ৫ এবং সর্বনিম্ন নম্বর ২৪১ দশমিক ৩৫। উল্লেখ্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমডিসির নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সমগ্র দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও ০১টি ডেন্টাল কলেজের ৫৭টি ভেন্যুতে গত ১০ মার্চ সকাল ১০ ঘটিকা হতে সকাল ১১ ঘটিকা পর্যন্ত ১ঘণ্টার একটি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর হতে ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজের জন্য ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে শতকরা ৮০ ভাগ জাতীয় মেধায় শতকরা ২০ ভাগ জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হয়েছে। ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে, সুষ্ঠু ও স্বচ্ছ করার জন্য দেশের খ্যাতিমান শিক্ষক ও চিকিৎসকদের সমন্বয়ে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি, সাংবাদিক ও দেশের বিশিষ্ট জনগুরুত্বসম্পন্ন ব্যক্তিবর্গের সমন্বয়ে ওভারসাইট কমিটি এবং অভিজ্ঞ মেডিকেল শিক্ষকবৃন্দের সমন্বয়ে উপদেষ্টা কমিটি করা হয়েছে। এছাড়া নম্বর সমতাকরণের জন্য আলাদাভাবে কমিটি করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত