ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, প্রবাস ফেরতদের পুনরেকত্রীকরণের জন্য প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করা হয়েছে। শনিবার কক্সবাজারের ইউনি রিসোর্ট হোটেলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) আয়োজিত প্রবাস ফেরতদের প্রাইভেট সেক্টরে সম্পৃক্তকরণে পুনরেকত্রীকরণ প্রকল্পের ৪র্থ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব এ কথা বলেন। সভায় তিনি বিদেশ ফেরতদের জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রমসমূহ তুলে ধরেন এবং বিদেশ ফেরতদের সহায়তায় প্রাইভেট সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রেইস (RAISE) প্রকল্পের মাধ্যমে বিদেশ ফেরতদের দক্ষতা উন্নয়ন করে তাদের পুনরেকত্রীকরণের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে। সভায় এই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সকলকে অবহিত করা হয়। সভায় অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি)-এর প্রান্তিক পর্যায়ের বিভিন্ন কার্যক্রম এবং কাউন্সিলিং সেবাসমূহের সাথে সমন্বয় করা, রেফারেন্স হিসেবে কাজ করা, আর্থিক ব্যবস্থাপনা, ক্রেডিট সহযোগিতার মাধ্যমে প্রবাস ফেরতদের ব্যবসা/আর্থিক সংস্থান করা, দক্ষতা উন্নয়ন এবং আর পি এল প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিদেশ ফেরত প্রবাসীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যুগ্মসচিব মুসাররত জেবিন। এছাড়া কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত