মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে বড়কাপন বায়তুলহুদা পাঞ্জেগানা মসজিদের ৮তম বার্ষিক খতমে কুরআন, খতমে খাজেগান ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার (১০ মার্চ)। ৯নং ওয়ার্ডের বড়কাপন বায়তুলহুদা পাঞ্জেগানা মসজিদ এর সম্মুখে সিলেট রোড, ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে বিশ্বের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় প্রতিবছরের ন্যায় এবারও বা’দ জুম্মা হইতে মধ্যরাত পর্যন্ত এ আয়োজন। বড়কাপন বায়তুলহুদা পাঞ্জেগানা মসজিদ এর সভাপতি ও ওয়াজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে থাকবেন, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) সুযোগ্য উত্তরসূরি আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি মাও: শিহাব উদ্দিন আলীপুরী, অধ্যক্ষ রাখালগঞ্জ ডি-কিউ দাখিল মাদ্রাসা, খতিব, হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার জামে মসজিদ (বিষয়- নামাজের গুরুত্ব ও দ্বীনি শিক্ষা)। প্রধান বক্তা- মাও: ক্বারি মিজানুর রহমান আজিজী আল-কাদরী, প্রতিষ্ঠাতা পরিচালক বাগবাড়ী গাউছিয়া নজরুলিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া, (বিষয়- শানে রিসালাত ও আহলে বায়াত)। বিশেষ বক্তা- মাও: হাফিজ মুফতি আব্দুল হালিম আল-হুসাইনী, ইসলামী আলোচক, এটিএন নিউজ, বাংলা টিভি, এটিএন বাংলা, (বিষয়- সুদ-ঘুষ গীবত ও হালাল-হারাম)। প্রধান আকর্ষণ- মাও: আব্দুল্লাহ বিন আনিস (অন্ধ হাফিজ), বগুড়া,(বিষয়- রামাদ্বানের গুরুত্ব ফযিলত ও তাৎপর্য)। বিশেষ আকর্ষণ- মাও: আছহাব আলী আনসারী, খতিব, পীর মোহাম্মদ জামে মসজিদ রংদাশ, (বিষয়- পর্দার গুরুত্ব ও পিতা-মাতার হক)। মাও: মুফতি আব্দুস সামাদ তোফায়েল, ইমাম ও খতিব চার মৌজা জামে মসজিদ, দিশালোক, (বিষয়- দুরুদ শরীফ জিকির ও ওয়াজ মাহফিলের গুরুত্ব)। খতমে খাজেগান ও উপস্থাপনায় হাফিজ ক্বারি বেলাল আহমদ, সাবেক ইমাম বড়কাপন বায়তুলহুদা পাঞ্জেগানা মসজিদ। সম্পাদক মণ্ডলীর দায়িত্ব পালন করবেন- ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, বড়কাপন বায়তুলহুদা পাঞ্জেগানা মসজিদ এর ইমাম মাও: হারিছ আল-কাদরী, বড়কাপন বায়তুলহুদা পাঞ্জেগানা মসজিদ এর দাতা সদস্য মোস্তফা মিয়া, ওয়াজ পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির খছরু, বড়কাপন বায়তুলহুদা পাঞ্জেগানা মসজিদ এর সভাপতি ও ওয়াজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত