আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে এক বছর ও দুজনকে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার সাত্তার ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজিজুল হক (৪৫), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৪) ও বাবুপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে বারিউল ইসলাম (২৫)। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, পদ্মা নদী থেকে অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে উপজেলার সাত্তার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টর মালিকসহ তিনজনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজিজুলকে এক বছর, হেলাল ও বারিউলকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। শিবগঞ্জ থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত