আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। শনিবার (০৪ মার্চ) রাত ৮টায় জেলা শহরের শান্তির মোড়ের প্রয়াস হাসপাতালের সামনের সোনামসজিদগামী পাকা রাস্তার উপর তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রিপন মন্ডল(২৭) ও একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. সোহাগ সর্দার হামিদুল (২৮)। রবিবার (০৫ মার্চ) সকালে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়৷ র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, দুইটি সীমকার্ড ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করেছে র্যাব। অভিযানের নেতৃত্ব দেন, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত