বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল ফোন সেট কিনে না দেয়ায় তুহিন (১৪) নামে এক স্কুল ছাত্র বিষ পানে আত্মহত্যা করেছে। শনিবার (৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তুহিন উপজেলার ভোমরাদহ্ ইউনিয়নের গাজীপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। সে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ জানান, মা ও ভাবির কাছে স্মার্ট মোবাইল ফোন সেট কিনে চায় স্কুল ছাত্র তুহিন। মোবাইল কিনে না দেয়ায় শুক্রবার বিকালে বাড়ির আসবাব পত্র ভাংচুর করে তুহিন। সন্ধ্যায় পরিবারের উপর অভিমান করে বিষ পান করে সে। বিষয়টি টের পেয়ে অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার শনিবার মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত